• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ এপ্রিল

অনলাইন ডেস্ক
  ১৮ মার্চ ২০১৯, ১৯:৪১

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়-সূচি ঠিক করা হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

এতে জানানো হয়, ১৯ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ জুলাই (শুক্রবার) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।

কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ জুলাই (শনিবার) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে।

প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে।

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রায় ১০ লাখ আবেদন জমা হয়েছে। ২৬ ডিসেম্বর এ আবেদন কার্যক্রম শেষ হয়।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি মাসেই ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ প্রার্থী
সুখবর পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আসছে, ৬০ হাজার শিক্ষকের পদশূন্য
X
Fresh