• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঘোষণা অনুযায়ী শুক্রবারই বিসিএস পরীক্ষা হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৮, ১৮:৩৫

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবারই (৩ আগস্ট) ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। জানালেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে।

রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। দুপুর দেড়টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে প্রার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করে সিটে বসতে হবে। ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা হবে।

উল্লেখ্য, ৩৯তম বিসিএসে শুধু স্বাস্থ্য ক্যাডারে ডাক্তার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

এদিকে, সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকেন্দ্র যেকোনও ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস, মোবাইলফোন, ঘড়ি, বই-পুস্তক, গহনা-অলংকার, ব্যাগ এবং ব্যাংকের ক্রেডিটকার্ড বহন করা নিষেধ এবং আইনত অপরাধ। তাই এগুলো পরীক্ষাকেন্দ্রে না আনতে বলা হয়েছে।

এছাড়াও, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা কানে কোনও আবরন বা ঢেকে রাখতে পারবেন না।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিএসের প্রিলিতে এবার বসছেন ৩ লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
X
Fresh