• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় নদী রক্ষা কমিশনে চাকরি করতে চান?

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ জুলাই ২০১৮, ১২:৫৪

জাতীয় নদী রক্ষা কমিশনে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত শূন্য পদে জনবল নিয়োগ দিচ্ছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি ১৩ টি পদে সর্বমোট ২২ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন আপনিও।

জাতীয় নদী রক্ষা কমিশনে সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে ১ জন, সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) পদে ১ জন ও সহকারী পরিচালক (পরিবিক্ষণ ও সমন্নয়ন) পদে ১ জন, সহকারী প্রধান ( জিও টেকনিক্যাল) পদে ১ জন, সহকারী প্রধান (জীব বিজ্ঞান) পদে ১ জন, সহকারী প্রধান ( পরিবেশ ও প্রতিবেশ) পদে ১ জন, সহকারী প্রধান (পানি প্রকৌশল) পদে ১ জন, সহকারী প্রোগ্রামার পদে ১ জন, হিসাব রক্ষক পদে ১ জন, সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর পদে ৩ জন, ক্যাশিয়ার পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৮ জন ও ডাটা এন্ট্রি অপারেটর পদে ১ জনকে নিয়োগ দেয়া হবে।

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০। তবে প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটাধারীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরিতে আবেদন শুরু হবে ২৬ জুলাই ২০১৮ থেকে।

আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
বে গ্রুপে একাধিক পদে চাকরি, কর্মস্থল ঢাকা
X
Fresh