• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দোভাষী নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ মার্চ ২০১৮, ০৯:০৬

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে কাজ করার জন্য অস্থায়ী ভিত্তিতে ‘দোভাষী (ফরাসি ভাষা)’ পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রার্থীকে কমপক্ষে স্নাতক অথবা সমমানের যোগ্যতা সম্পন্ন হতে হবে। উচ্চতর ফরাসি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা এবং অনর্গল কথা বলার যোগ্যতা থাকতে হবে। ফরাসি হতে ইংরেজি এবং ইংরেজি হতে ফরাসি ভাষা, বাংলা হতে ফরাসি এবং ফরাসি হতে বাংলা ভাষায় দোভাষী হিসেবে বাক্য বিনিময়ে ও অনুবাদে পারদর্শী হতে হবে।

স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় অথবা ভাষা ইনস্টিটিউট হতে ফরাসি ভাষায় নূন্যতম (A-2) কোর্স পাশ হতে হবে। তবে B-1 কোর্স সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। সেই সঙ্গে দোভাষী হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। কম্পিউটার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
এক বছর মেয়াদি এ চাকরির জন্য প্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে ২৪ থেকে ৪৫ বছর।
নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২৫৩২ মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় ২ লাখ ১০ হাজার টাকা।

আবেদন পাঠাতে হবে ‘সেনা সদর, জিএস শাখা, ওভারসিজ অপারেশন্স পরিদপ্তর, ঢাকা সেনানিবাস’ এই ঠিকানায়।

আবেদনের শেষ সময় ১১ মার্চ ২০১৮।

ডাক্তারি পরীক্ষা হবে ১২ মার্চ ২০১৮ সকাল ৮টা ৩০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মার্চ ২০১৮ সকাল ৯টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সর্তক করল কর্তৃপক্ষ
রেলওয়েতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৪৯৩ জন
৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে
নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ বছর হলেই আবেদন
X
Fresh