সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২০১ কর্মকর্তা
সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২০১ কর্মকর্তা। সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়।
বুধবার (১৫ মে) রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতির জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ইমেইলে যোগদান করবেন। একইসঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্তরা জাতীয় বেতন গ্রেড-২০১৫-এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন।
মন্তব্য করুন
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে বেসরকারি প্রতিষ্ঠান, নেবে ৪০০ জন
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)। ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৪০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১৮-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (মহাখালী ব্র্যাঞ্চ)
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
আরটিভি/এফআই
আকর্ষণীয় বেতনে নিয়োগ দিচ্ছে ডাচ-বাংলা ব্যাংক
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্থিকপ্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার (টিও)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
বিভাগের নাম: সেলস
পদের নাম: ট্রেইনি অফিসার (টিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: নির্বাচিত ট্রেইনি অফিসারদের এক বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে এবং এ সময় মাসিক বেতন ৩৫,০০০ টাকা পাবেন। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর স্থায়ী হবেন। এ সময় নিয়মিত বেতন স্কেল ২২,৩৭০ টাকা এবং ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধাসহ মোট ৪৫,৮৫৯ টাকা পাবেন।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৪ অক্টোবর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Dutch-Bangla Bank PLC এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
আরটিভি/এফআই
এসএসসি পাসে নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি ‘বিলিং সহকারী’ পদে ১৩ জন নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২
চাকরির ধরন: চুক্তিভিত্তিক/অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভৌগলিক এলাকার নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: চাঁদপুর
বয়স: ১০ অক্টোবর ২০২৪ তারিখ ১৮-৩০ বছর
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, রালদিয়া, বাবুরহাট, চাঁদপুর। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদন ফি: জেনারেল ম্যানেজার, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, রালদিয়া, বাবুরহাট, চাঁদপুর এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
পদের বিবরণ:
আরটিভি/এফআই
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে স্কয়ার ফুড, কর্মস্থল ঢাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
বিভাগের নাম: এইচআর
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অভিজ্ঞতা: ৭ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Square Food & Beverage Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
আরটিভি/এফআই
এসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইনস্পেক্টর (এসআই) নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: ক্যাডেট সাব ইনস্পেক্টর (এসআই) নিরস্ত্র
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়।
আবেদনের যোগ্যতা: অনুমোদন বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
কম্পিউটার দক্ষতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার পরীক্ষায় (MS word, web browsing and troubleshooting) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রার্থীর বয়স: ২০ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১৯ থেকে ২৭ বছর পর্যন্ত বয়স হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহিদদের সন্তানদের বয়স ৩২ বছর পর্যন্ত।
শারীরিক যোগ্যতা:
উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
বুকের মাপ: বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
দৃষ্টিশক্তি: বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের ৬/৬ হতে হবে।
আবেদন ফি: প্রথম ধাপে ৪০ টাকা।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০)
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
আবেদনের নিয়ম: প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।
আবেদনের সময়সীমা: শুরুর তারিখ ৫ অক্টোবর এবং শেষ হবে ২০ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে.
আরটিভি/এফআই
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, থাকবে থাকা-খাওয়ার ব্যবস্থা
আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আর্জেন্ট ক্রাইসিস অ্যান্ড ডেভেলপমেন্টের অধীনে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর এলাকায় বন্যাদুর্গত হতদরিদ্র পরিবারের জন্য স্বল্প সময়ে ১ হাজার গৃহনির্মাণ প্রকল্পের জন্য চুক্তিভিত্তিক একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন—
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার (সিভিল)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ল্যান্ড ডেভেলপমেন্ট, বাড়ি/ভবন, রাস্তা, কালভার্ট ইত্যাদি সম্পর্কিত কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা
শর্ত: প্রার্থীকে একাধিক প্রজেক্টের সমন্বয়ক হিসেবে প্রজেক্ট সাইটে কাজ করতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: প্রজেক্টে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর
বেতন: ১৭,০০০-২২,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: থাকা-খাওয়ার ব্যবস্থা এবং অন্যান্য ভাতা ও সুবিধা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রদান করা হবে।
শর্তাবলি:
ইসলাম এবং মানবকল্যাণের জন্য নিজেকে অবশ্যই নিয়োজিত করার মানসিকতা থাকতে হবে।
মোটরসাইকেল চালনা ও সাইটের অবস্থানের সাথে মানিয়ে চলার দক্ষতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়প্রত্র/জন্মনিবন্ধন সনদ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রসমূহের সত্যায়িত কপি 'আস- সুন্নাহ ফাউন্ডেশন'-এর ঠিকানায়: jobs@assunnahfoundation.org ই-মেইল-এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: ৩ অক্টোবর শুরু হয়ে শেষ ১০ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
আরটিভি/এফআই
নতুন পদ্ধতিতে এনটিআরসিএ সনদ যাচাইয়ের সিদ্ধান্ত
নতুন পদ্ধতিতে সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনটিআরসিএর দেওয়া প্রত্যয়নপত্র বা সনদ এখন সহজেই যাচাই করা যাবে। এনটিআরসিএর ওয়েবসাইটে থাকা লিংকের মাধ্যমে যে কেউ সনদের সত্যতা যাচাই করতে পারবেন। লিংকটি দেবে টেলিটক।
সম্প্রতি এনটিআরসিএর ১০১তম নির্বাহী বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী টেলিটকের দেওয়া লিংকে গিয়ে প্রার্থীরা নিজেরাই দেখতে পারবেন তাদের সনদ।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২০০৫ সালে চালু হওয়া পদ্ধতি অনুসারে, নিবন্ধিত প্রার্থীদের দেওয়া সনদ যাচাই করতে হতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকেই।
আরটিভি/এসএইচএম/এআর