logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ১৬:৪২
আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৬:৫২

শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত

শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত
শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত

মহামারি করোনাভাইরাস রোধে দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগেরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্থগিতের নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনায় ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। তবে এমন পরিস্থিতিতে সরকার যদি বিধিনিষেধের সময় বৃদ্ধি করে তাহলে নতুন করে স্থগিতের সময় আরও বাড়ানো হবে বলেও জানা গেছে।

রোববার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন শূন্যপদে নিয়োগের লক্ষ্যে আগামী ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ প্রার্থীদের এসএমএসের মাধ্যমে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে জানানো হবে।

এসআর/

RTV Drama
RTVPLUS