• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পবিত্র রমজান উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

  ২৪ এপ্রিল ২০২০, ১৮:০৪
মাহে রমজান,  মার্কিন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প, শুভেচ্ছা
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৩ এপ্রিল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শুভেচ্ছা জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মুসলমানগণ দীর্ঘ এক মাস যাবত অনাহার যাপন করেন এবং প্রার্থনা করেন। তারা এর মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি অর্জন করেন। আমি এই মহিমান্বিত রমজান মাসে তাদের শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আশা করি রমজানের মাধ্যমে বিশ্বে শান্তি, সম্প্রীতি ও ঐক্য ফিরে আসবে।

মুসলিমদের মানসিক শক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিপদের সময় মুসলমানদের প্রার্থনার গুরুত্বপূর্ণ পাওয়ার আমি দেখেছি। তারা বিপদের সময় নামাজ, রোজা ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে নিজেদের শক্তিশালী করে তোলেন।

অন্যদিকে নিউইয়র্ক সিটির গভর্নর এন্ড্রু কুমোও মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এবং সবার সমৃদ্ধি কামনা করেছেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রলীগের শুভেচ্ছা
মধ্যরাতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছাত্র হলে ‌ছাত্রলীগ নেত্রী
ইউনিসেফের শুভেচ্ছা দূতের দায়িত্বে কারিনা কাপুর
মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
X
Fresh