• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ডে লাইট সেভিং ডে

যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ২৭ অক্টোবর ২০১৯, ১৫:৫২
ডে লাইট সেভিংস
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে ডে লাইট সেভিং ডে আগামী রোববার থেকে (৩ নভেম্বর) শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় এদিন (শনিবার দিনগত রাত) ঘড়ির কাঁটা পিছিয়ে নিতে হবে। রোববার রাত ২টার সময় ঘড়ির কাঁটা ১টায় নিয়ে আসতে হবে। আইফোন বা অন্য কোনও ধরনের স্মার্টফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এই ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী ৮ মার্চ ভোর রাত ২টা পর্যন্ত। নতুন এই সময়সূচী চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউ ইয়র্কে তখন রাত ১টা হবে।

যুক্তরাষ্ট্রে বছরে দুইবার ডে লাইট সেভিংয়ের জন্য ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পেছনে করে এক ঘণ্টা পরিবর্তন করা হয়। ‘গ্রীষ্মে এগোনো এবং শীতে পেছানো’ মূলত এই নীতির ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে নেয়া হয়।

এর আগে গত ১১ মার্চ (ডিএসটি) যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।

---------------------------------------------------------------
আরো পড়ুন: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসহ ৫০ দেশের যৌথ মহড়া শুরু
---------------------------------------------------------------

সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার ‘ডে লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম বলবৎ হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ এর আগে চালু করে অবশ্য জার্মান। জার্মানিতে ১৯১৬ সালের ৩০ এপ্রিল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।

ইউরোপের কয়েকটি দেশসহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর জন্য একই পদ্ধতি কার্যকর আছে।

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩০ ছাত্রকে যৌন নিপীড়ন, যুক্তরাষ্ট্রের তথ্যে শিক্ষক গ্রেপ্তার
রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, যা বললো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh