• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর ২০১৬, ০৯:২৫

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কয়েকটি অঙ্গরাজ্যে বিক্ষোভ চলছে। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, শিকাগো, বার্কলি, ওকল্যান্ড, সিয়াটল, পিটার্সবার্গসহ বিভিন্ন শহরে চলছে ​বিক্ষোভ সমাবেশ। এসব সমাবেশে মার্কিনীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। নানা স্থানে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।

নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কয়ারে, টেক্সাসের অস্টিনে, লস অ্যাঞ্জেলসে সিটি হলের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ওয়াশিংটনে আমেরিকান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পতাকা পুড়িয়ে দেয়।

নিউইয়র্ক সিটির সমাবেশের বিক্ষোভকারীদের লক্ষ্য ট্রাম্প টাওয়ারের দিকে যাত্রা। সোশ্যালিস্ট অলটারনেটিভ সংগঠনের নিউইয়র্ক শাখা এই বিক্ষোভের আয়োজন করেছে। স্লোগানে স্লোগানে বিক্ষোভ এলাকা মুখর করে তুলেছে শিকাগোর বিক্ষোভকারীরা।

ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অরেগোনের সান ফ্রান্সিসকোতে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন। পেনসিলভেনিয়ায় ইউনিভার্সিটি অব পিটার্সবার্গে কয়েকশ শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করে।


এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
X
Fresh