Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ১৮ জুন ২০২১, ৪ আষাঢ় ১৪২৮

নথি ফাঁসে সাংবাদিকদের ইমেইল ও ফোন রেকর্ড জব্দ নয়

নথি ফাঁসে সাংবাদিকদের ইমেইল ও ফোন রেকর্ড জব্দ নয়

নথি ফাঁসের তদন্তে সাংবাদিকদের ইমেইল ও ফোন রেকর্ড জব্দ করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। মানুষকে জানাতে গোপন নথি ফাঁস করে দেন সাংবাদিকরা। আর সাংবাদিকদের এই গোপন নথি কোন ‘সোর্স’ দিয়েছেন তা চিহ্নিত করতে জোর খাটানোর প্রবণতা বাড়ার খবরের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের তরফ থেকে এই নীতি পরিবর্তনের ঘোষণা দিলো।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জনসংযোগ বিভাগের পরিচালক অ্যান্থনি কোলি বলেন, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগ তার দীর্ঘদিনের চর্চায় পরিববর্তন এনে ফাঁস হওয়া তদন্তের বিষয়ে সোর্সের তথ্য জানতে সংবাদকর্মীদের আইনি বাধ্যবাধকতা মুখোমুখি করবে না।

নিউ ইয়র্ক টাইমসের আইনজীবী ডেভিড ম্যাকগ্র বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ধারাবাহিকতায় বর্তমান প্রশাসনও গুগলের কাছ থেকে ম্যাট আপুজ্জো, অ্যাডাম গোল্ডম্যান, এরিক লিচটব্লাউ এবং মিখায়েল শ্মিদ এই চারজন প্রতিবেদকের ইমেইলের তথ্য চেয়েছিল।

এফএ

RTV Drama
RTVPLUS