• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

এ বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১৮:০৩
সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

করোনাভাইরাসের ভয়াল থাবার মধ্যে ভারতের রাজধানী নয়া দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। গরমের মাত্রা বেড়ে যাওয়ায় মানুষ হাপিয়ে উঠছেন। বুধবার সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজস্থান থেকে বাতাসের সঙ্গে ধুলিকণা উড়ে আসতে থাকায় বাতাসের গুণগত মানের অবনতি হয়েছে। দিল্লিতে বাতাসের গুণগত মান খুবই নাজুক।খবর-এনডিটিভির।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপমাত্রা বাড়ায় বাতাসে ধুলিকণা উড়ছে। তবে বৃষ্টি হলে দূষণ কমিয়ে আসবে। দিল্লির তাপমাত্রা রেকর্ডের দায়িত্বে থাকা দ্য সাবদারজাং অবসারভেটরি এ বছরে শহরটির সর্বনিম্ন তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল। আর গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার ২৪ ঘণ্টায় গড়ে বাতাসের গুণগত মানের সূচক ছিল ৩০৫। বৃহস্পতিবার সেখানে এই সূচক রেকর্ড করা হয়েছে ২০৫।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ভারত এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন
যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি
সব রেকর্ড ভেঙে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
দেশের ইতিহাসে হিটস্ট্রোকে একদিনে ১৭ মৃত্যুর রেকর্ড
X
Fresh