Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮

স্বর্ণের দাম আরও নীচে নামলো

Gold, Price, Low , স্বর্ণের দাম আরও নীচে নামলো
আরটিভি নিউজের সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্বর্ণ ও রুপার দাম ওঠা-নামা করে। তাইতো আন্তর্জাতিক বাজারে আরেকধাপ স্বর্ণ ও রুপার দাম কমায় ভারতের নতুন করে দাম কমলো স্বর্ণ-রুপার। এমসিএক্স সূচকে ১০ গ্রাম স্বর্ণ ফিউচার্সের দাম ০.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪,৯০৪ রুপি। রুপার পতন আরও বেশি, এক কেজি রুপার দাম এক শতাংশ কমে হয়েছে ৬৭,১০০ রুপি।

আরও পড়ুন : মোদিকে বাংলাদেশে ঢুকতে না দেয়ার ঘোষণা দিলেন তারা

জানা গেছে, গত সেশনে সোনার দাম ০.৩ শতাংশ বেড়েছিল। আর ০.৭ শতাংশ উত্থানের সাক্ষী ছিল রুপা। এইচডিএফসি সিকিউরিটিজ বলছে, এমসিএক্স সূচকে ৪৫,২০০ বা ৪৫,৬০০ রুপিতে বাধা পাবে ১০ গ্রাম স্বর্ণ। আপাতত সোনার দাম রেকর্ড দরের থেকে ১১,০০০ রুপির মতো কম আছে।

আরও পড়ুন : জন্মদোষ কাটাতে নিজের ছাত্রকেই বিয়ে করলেন শিক্ষিকা!

এর আগে গত বছরের ৭ আগস্ট ভারতীয় বাজারে ১০ গ্রাম স্বর্ণের দর রেকর্ড ৫৬,২০০ টাকায় পৌঁছেছিল। এরপর থেকে স্বর্ণের দাম অনেকটা নীচে নেমেছে। চলতি বছরেও স্বর্ণের দাম অনেকটা কমেছে। বিশ্ব বাজারেও স্বর্ণের দাম কমেছে। এক আউন্স স্পট স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭৩০.০৬ ডলার।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

এফএ

RTV Drama
RTVPLUS