• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবের কয়েকটি শহরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ২৩:২৫
সৌদি আরবে হামলা: ফাইল ছবি

সৌদি আরবের তেল কোম্পানি আরামকোসহ বেশ কয়েটি স্থানে ১৪টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলার জবাবে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে।

শনিবার (২০ নভেম্বর) সৌদির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির এক প্রতিবেদনে এই হামলা-পাল্টা হামলার খবর দেওয়া হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল তোম্পানি সৌদি আরামকো শিগগিরই এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে।

হুথির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন, রিয়াদ, জেদ্দা, আভা, জিজান এবং নাজরান প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জেদ্দায় সৌদি আরামকোর তেল শোধনাগারও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এফএ

মন্তব্য করুন

daraz
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহর সুযোগ আরও সহজ করল সৌদি
হাসপাতালে সৌদি বাদশাহ
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
টাকা জমা না দেওয়ায় ২২ হজ এজেন্সিকে চিঠি
X
Fresh