• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রাপ্তবয়স্ক নারীর অন্য বাড়িতে স্বাধীনতা ভোগ অপরাধ নয়: সৌদি আদালত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২০, ১২:০০
Adult woman enjoying freedom
সংগৃহীত

প্রাপ্তবয়স্ক সুস্থ কোনও সৌদি নারী যদি অন্য বাড়িতে স্বাধীনতা ভোগ করে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ নয়। সোমবার রিয়াদের একটি আদালত এক রুলে এ কথা জানিয়েছেন। খবর সৌদি গেজেটের।

একজন তরুণী তার পরিবারকে চিঠিতে জানিয়েছিল, স্বাধীনতা ভোগ করার জন্য আলাদা বাড়িতে থাকতে চান তিনি। এ ঘটনায় আদালতে যায় ওই তরুণীর পরিবার। ওই মামলার শুনানির পর এ রুল জারি করেন বিচারক।

একজন সরকারি কৌঁসুলি ওই তরুণীর পরিবারের হয়ে একটি মামলা দায়ের করলে তা খারিজ করে দেন আদালত। ওই নারীর আইনজীবী আব্দুল-রহমান আল-লাহিম এ কথা জানিয়েছেন।

সৌদি গেজেটকে তিনি বলেন, নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পুনরাবৃত্তি করায় এবং তার বাবার অনুমতি ছাড়া রিয়াদে ভ্রমণ করায় ওই তরুণীর সাজার আবেদন জানান সরকারি কৌঁসুলি। তবে আদালত বলেন, এটা শাস্তিযোগ্য অপরাধ নয়।

অন্য একটি বাড়িতে স্বাধীনতা ভোগ শাস্তিযোগ্য অপরাধ নয় বলে এসময় মন্তব্য করেন আদালত। মামলা খারিজ করে দিয়ে আদালত বলেন, বিবাদী একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ নারী। সে কোথায় থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে তার।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
X
Fresh