• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ববিদ্যালয়ে অনুবাদসহ কুরআন শিক্ষার প্রস্তাব পাস পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ২০:১১
Pakistan Passes Resolution on Teaching Quran with Translation in Universities
সংগৃহীত

পাকিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে অনুবাদসহ পবিত্র কুরআন শেখানোর বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সোমবার এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। খবর ইকনার।

খবরে বলা হয়েছে, স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে ন্যাশনাল অ্যাসেম্বলির এই মিটিং অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান।

ওই প্রস্তাবে বলা হয়েছে, যেসব প্রদেশে এখনও অনুবাদসহ কুরআন শেখানো হয় না, সেসব প্রদেশের সব বিশ্ববিদ্যালয়ে এটা করতে হবে। প্রস্তাবে আরও বলা হয়, পবিত্র কুরআনের উর্দু অনুবাদ আগামী প্রজন্মের জন্য নতুন দুয়ার খুলে দেবে। পরে ওই প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয় ন্যাশনাল অ্যাসেম্বলিতে।

সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব সরকার জানিয়েছে, সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদসহ পবিত্র কুরআন শেখাতে হবে। এমনকি অনুবাদসহ কুরআন না শিখলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দেয়া হবে না বলেও জানায় সেখানকার কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh