• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আমার দেশ ছেড়ে যাও বলেই খুন করলো

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রভাব ছড়িয়ে পড়ছে আমেরিকাজুড়ে। দেশটির কানসাস অঙ্গরাজ্যের পানশালায় মার্কিন সেনার গুলিতে নিহত হলেন ভারতীয় যুবক। আহত হয়েছেন আরো এক ভারতীয় নাগরিক।

স্থানীয় সময় বুধবার রাতে কানসাসের ভারতীয় মালিকানাধীন একটি পানশালায় ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম শ্রীনিবাস কুচিভোতলা। আর আহত যুবকের নাম অলোক মাদাসানি।

অভিযুক্ত মার্কিন সেনার নাম অ্যাডাম পিউরিনটন। তিনি ইরাকে মার্কিন অভিযানে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মার্কিন সেনা মদ্যপ অবস্থায় ছিলেন। কর্তৃপক্ষ তাকে সংযত আচরণ করার কথা বললে তিনি পানশালায় থাকা ভারতীয় দু’নাগরিকের ওপর ক্ষেপে যান। এরপরই তিনি দু’ ভারতীয়কে গুলি করেন এবং বলতে থাকেন ‘আমার দেশ ছেড়ে বেরিয়ে যাও’।

ঘটনার পরপরই আটক করা হয় অ্যাডাম পিউরিনটনকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কানসাস পুলিশ।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh