• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে একদিনে রেকর্ড প্রায় ২৫ হাজার শনাক্ত

আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২০, ১৮:২০
corona news in india
ফাইল ছবি

ভারতে করোনাভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে একদিনে নতুন আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। এখন পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌনে ৭ লাখ।

বিজনেস টুডের খবরে বলা হয়, রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একদিনের হিসেবে যা এতোদিনের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৯ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬১৩ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৬৮ জনের।

ভারতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মহারাষ্ট্রে। সেখানে মারা গেছ ৮ হাজার ৬৭১ জন। এ রাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৪ জন। দিল্লিতে ধারাবাহিক ভাবে বেড়ে মৃত্যুর সংখ্যা রোববার ৩ হাজার ছাড়িয়েছে। রাজধানীতে মোট আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ২০০ জন। মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে থাকা গুজরাটে প্রাণহানি হয়েছে ১ হাজার ৯২৫ জনের। এছাড়া উত্তরপ্রদেশ রাজ্যে ৭৭৩জন, পশ্চিমবঙ্গে ৭৩৬ জন ও মধ্যপ্রদেশে ৫৯৮ জন মারা গেছে।

আরও পড়ুন: করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি
নিয়ম ভাঙায় সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের প্রাণহানি
করোনায় আরও একজনের মৃত্যু
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
X
Fresh