• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ০৯:১১
mobile apps,
ফাইল ছবি

ভারতে জনপ্রিয় চীনা মোবাইল অ্যাপ্লিকেশন টিকটক, উইচ্যাট এবং ইউসি ব্রাউজারসহ ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এনডিটিভি তার প্রতিবেদনে জানায়, সোমবার (২৯ জুন) ভারতের সাইবার ক্রাইম কো অর্ডিনেশন বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়।

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনার ১৫ দিনের মাথায় ভারত সরকার এই সিদ্ধান্ত নিল।

এদিকে, ওই সীমান্ত উত্তেজনার জেরে ভারতজুড়ে চীনাপণ্য বর্জনের হিড়িক লেগেছে। রোববার (২৮ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, চীনকে উচিত জবাব দেয়া হবে।

প্রধানমন্ত্রী'র ওই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৯টি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার ঘোষণা করা হয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি বিবেচনায় ৫৯টি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছে।

এ ব্যাপারে সাইবার অ্যানালিস্টরা বলছেন, ভারতের মতো বৃহৎ বাজারে ওই ৫৯ মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার মাধ্যমে চীনের ডিজিটাল সিল্করুট প্রকল্পে স্বপ্নভঙ্গ ঘটবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
কুড়িগ্রামে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
X
Fresh