• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তানি কিশোর নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুন ২০২০, ১৭:৪৬
A Pakistani teenager has been shot dead by Indian troops in Jammu and Kashmir
ফাইল ছবি

পাকিস্তানশাসিত জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কিশোরের মা ও আরও এক শিশু আহত হয়েছে।

শনিবার (২০ জুন) হাবেলি জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এই হতাহতের ঘটনাটি ঘটে।

আজ রোববার (২১ জুন) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর প্রকাশ করেছে।

পাকিস্তানের পুনচ ডিভিশন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রশিদ নাঈম খান জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হিলান, কালামুল্লাসহ আশপাশের গ্রামের মানুষজনদের লক্ষ্য করে গোলাবর্ষণ করে ভারতের সেনাবাহিনী।

এতে কালামুল্লায় ১৪ বছর বয়সী ওই কিশোরী নিহত ও তার মা আহত হন। এসময় একই গ্রামের ৯ বছরের আরও এক শিশু আহত হয়েছে। এছাড়া ভারতের গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি।

এদিকে বিনা উস্কানিতে পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতীয়দের এ হামলার প্রতি বিশ্ব সম্প্রদায়কে নজর দেয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারতের পররাষ্ট্র সচিব যেদিন আসতে পারেন ঢাকায়
যে কারণে কক্সবাজার যাচ্ছেন সব রাষ্ট্রদূত
X
Fresh