• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজ দুই ভারতীয় দূতাবাস কর্মীকে গ্রেপ্তার দেখালো পাকিস্তান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুন ২০২০, ১৯:৫৬
CORONA, india, pakistan,
ফাইল ছবি

পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নিখোঁজ দুই কর্মীকে গ্রেপ্তার দেখালো পাকিস্তান। গাড়িচাপা দিয়ে পথচারীদের আহত করার অপরাধে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এনডিটিভির খবরে বলা হয়, সোমবার (১৫ জুন) সকালে ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মকর্তা সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় এক পথচারী আহত হয়। পরে তারা পালানোর চেষ্টা করলে পথচারীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এরপর পথচারীকে চাপা দেয়ার জন্য তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হয়েছেন বলে দাবি করে নয়াদিল্লি। সোমবার সকাল থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়।

ব্যক্তিগত কিছু কাজের জন্য সকালে তারা বের হলে পরে তাদের খোঁজ পাওয়া যায়নি বলে জানানো হয়। এজন্য উদ্বেগ তৈরি হয় হাইকমিশনে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
‘মানুষ যেন ভালো চিকিৎসা পায়, এ লক্ষ্যে কাজ করছি’
ঢাকায় ভারতীয় বিমান বাহিনী প্রধান
ভারত-বাংলাদেশ অর্থনীতিতে গতি আনবে মায়া-সুলতানগঞ্জ নৌ-রুট : প্রণয় ভার্মা
X
Fresh