• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান করোনায় আক্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুন ২০২০, ২১:১০
Former Prime Minister of Pakistan Shahid Khakan is suffering from corona
শহীদ খাকান আব্বাসি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটির বর্তমান রেলওয়ে মন্ত্রী শেখ রশীদ আহমাদও করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার (৮ জুন) হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, দেশটির বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানান, ৬১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি করোনা আক্রান্ত হয়েছেন।

পাকিস্তানে ২০১৭ সালে দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আদালত ক্ষমতাচ্যুত করলে আব্বাসি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সোমবার দলটির পক্ষ থেকে আরও বলা হয়, করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিজ বাড়িতে আইসোলেশনে গেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এছাড়া রেলওয়ে মন্ত্রী শেখ রশীদ আহমদও করোনায় আক্রান্ত হয়েছেন বলে তার কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের সুপ্রিম কোর্টে নির্বাচন বাতিলের শুনানি সোমবার
আইয়ুব খানের নাতিকে প্রধানমন্ত্রী প্রার্থী করলেন ইমরান খান
যাকে প্রধানমন্ত্রী প্রার্থী করলেন ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ
X
Fresh