• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সামাজিক দূরত্ব না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০২০, ২০:৫৭
Romanian PM fined for disregarding social distance
প্রধানমন্ত্রী লুডোভিক অরবান

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া গাইড লাইন অনুযায়ী সামাজিক দূরত্ব না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রী লুডোভিক অরবানকে ৬০০ ডলার জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে আল জাজিরা তার প্রতিবেদনে জানায়, সরকারি ভবনের ভেতরে ধূমপান এবং বৈঠকের সময় প্রধানমন্ত্রী সামাজিক দূরত্ব না মানায় তাকে জরিমানা করা হয়েছে। ওই বৈঠকে অরবান ছাড়াও কয়েকজন মন্ত্রী ও আরও সদস্য উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই সামাজিক দূরত্ব মানেননি।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ও অন্যান্যরা সবাই কাছাকাছি বসে ছিলেন। এমনকি তাদের কারো মুখেই মাস্কও ছিল না। তাদের সামনে একটি টেবিলে রাখা আছে খাবার ও পানীয়।

এ ঘটনার জন্য প্রধানমন্ত্রী অরবান জানান, ছবিটি ২৫ মে তার জন্মদিনে তোলা হয়েছিল। সেদিন সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীও উপস্থিত ছিলেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেরার প্রাদুর্ভাব ঠেকাতে বৈশ্বিক কর্মসূচি ঘোষণা
ডিএনসিসির স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
করোনায় আরও একজনের মৃত্যু
বায়ুদূষণে ২০২৩ সালে শীর্ষে ছিল বাংলাদেশ 
X
Fresh