• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীরে হিজবুল মুজাহিদীনের শীর্ষ কমান্ডার নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মে ২০২০, ২১:২৪
কাশ্মীরে হিজবুল মুজাহিদীনের শীর্ষ কমান্ডার নিহত
ফাইল ছবি

ভারতীয় বাহিনীর সাথে সংঘর্ষে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদীনের শীর্ষ কমান্ডার রিয়াজ নাইকু নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলায় এনকাউন্টারে তিনিসহ দুই নিহত হন।

এনডিটিভির খবরে বলা হয়, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার বেইঘপুরা এলাকায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে নাইকু নিহত হন।

গত কয়েকদিনে কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সাথে স্বাধীনাতাকামীদের সংঘর্ষের এতে ভারতীয় নিরাপত্তাবাহিনীর জ্যেষ্ঠ একাধিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।

বুধবার পুলওয়ামা জেলার বেইঘপুরা এলাকায় কমান্ডার রিয়াজ নাইকুর অবস্থান নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করে। এ সময় কাশ্মীর উপত্যকার অন্তত ১০টি জেলায় মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

রিয়াজ নাইকু ভারতের নিরাপত্তা বাহিনীর মোস্ট ওয়ান্টেড ছিলেন। তার মাথার দাম ১২ লাখ রুপি নির্ধারণ ঘোষাণা করা ছিল। জম্মু-কাশ্মীর পুলিশের সাবেক মহাপরিচালক এসপি ভেইড বলেন, ২০১৬ সালের জুলাইয়ে এনকাউন্টারে হিজবুল মুজাহিদীনের প্রধান বুরহান ওয়ানির মৃত্যুর পর নাইকুকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সর্বশক্তি দিয়ে লড়বেন নেতানিয়াহু
চাকরি দিচ্ছে সেনাবাহিনী, আবেদন অনলাইনে
জার্মান সেনাবাহিনীতে মুসলিমদের জন্য ইমাম
X
Fresh