• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ৩০ হাজার ও মৃত্যু ২২শ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মে ২০২০, ১১:০০
যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ৩০ হাজার ও মৃত্যু ২২শ
ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। দেশটিতে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ হাজার মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮২৯ জন আর মারা গেছেন ২ হাজার ২০১ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বর্তমানে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন এবং মারা গেছেন ৬৩ হাজার ৮৬১ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন।

দেশটিতে করোনায় সবচেয়ে আক্রান্ত হয়েছে নিউইয়র্কে। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৮৩৯ জন। আর মারা গেছেন ২৩ হাজার ৭৮০ জন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কের উৎসবে বাংলাদেশের ‘নীলপদ্ম’
নিউইয়র্ক টাইমস হয়ে উঠবে নিউইয়র্ক সময় : এরিক এডামস
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড ঘটানো মার্কিন নাগরিক নিউইয়র্কে গ্রেপ্তার
৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক
X
Fresh