• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোজায় বেশি ইবাদত করুন যেন ঈদের আগেই দেশ করোনামুক্ত হয়: মোদি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০২০, ১৬:৪২
রোজায় বেশি ইবাদত করুন ঈদের আগেই যেনো দেশ করোনামুক্ত হয় মোদি
নরেন্দ্র মোদি

রমজানে বেশি বেশি ইবাদত করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এখন মুসলিমদের উচিত বেশি করে ইবাদত করা, যাতে ঈদের আগেই দেশ করোনা মুক্ত হয়।

রোববার প্রধানমন্ত্রীর নির্ধারিত মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’অনুষ্ঠানের ভাষণে তিনি এ আহ্বান জানান।

এ বিষয়ে এনডিটিভির খবরে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মুসলমান জাতির ঈদ উৎসবের আগেই যাতে করোনা চলে যায় সেজন্য এই মাসে মুসলমানদের বেশি বেশি ইবাদত করতে হবে।

মোদি বলেন, আজ দেশের প্রতিটি নাগরিক করোনার বিরুদ্ধে লড়াই করছে। এই কঠিন সময়ে গোটা দেশ একসঙ্গে এগোচ্ছে। সবাই একে অপরের সাহায্য করছে। কেউ গরিবকে খাবার দিচ্ছেন, আবার কেউ অভাবীদের পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউবা বিনামূল্যে সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করছেন। আমরা সবাই করোনার বিরুদ্ধে লড়াই করছি। এই সময়ে মুসলমানদের উচিত বেশি বেশি ইবাদত করা, যাতে করোনা মুক্ত হতে পারি আমরা।

মোদি তার আজকের ভাষণে করোনাভাইস ও তা প্রতিহত এবং এবিষয়ে সচেতনতা নিয়েই কথা বলেন। তিনি বলেন, মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এটা অত্যন্ত প্রয়োজন। শুধু তাই আমাদের সামাজিক সুরক্ষা মেনে চলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই মেনে চলতে হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
X
Fresh