• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নতুন কিছু ভাবছেন ট্রাম্প!

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২৩

সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে নতুন উপায় খুজছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই আভাস দিচ্ছে আমেরিকার গণমাধ্যম।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভিসা নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখতে সুপ্রীম কোর্টে আপিল করবে না ট্রাম্প প্রশাসন। তবে অভিবাসীদের জন্য নতুন কোন নির্বাহী আদেশ জারি করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা এ লড়াইয়ে জিতবো। সামনে অনেক পথই খোলা আছে। নতুন আরেকটি আদেশ জারি করা হতে পারে। তবে তা খুব কমই পরিবর্তন করা হবে।

এর আগে ইরান, ইরাক, সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সিয়াটল আদালতের আদেশে স্থগিত হয়ে যায় এ নিষেধাজ্ঞা।

আদেশের বিরুদ্ধে আপিল করেও হেরে যায় ট্রাম্প প্রশাসন। তবে সুপ্রীম কোর্টের দরজা খোলা রয়েছে এখনো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সে পথে হাটবেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে সবাইকে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh