• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনার মধ্যে জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ এপ্রিল ২০২০, ১৭:৩২
6.9-magnitude quake strikes in Japan
সংগৃহীত

করোনাভাইরাস মহামারির মধ্যেই জাপানে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত করেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। এটি জাপানের ওগাসাওয়ারা দ্বীপে পশ্চিম উপকূলে আঘাত হেনেছে বলে জানিয়েছে তারা। খবর সিজিটিএনের।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ৫টা ২৬ মিনিটে আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৪৯০ কিলোমিটার। জেএমএ বলছে, কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে জেএমএ।

ওগাসাওয়ারা দ্বীপের বেশ কয়েকটি স্থানে অন্তত চারবার কম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা বলছে, সেগুলোর মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিল প্রায় সাত।

উল্লেখ্য, জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছড়িয়েছে। মারা গেছে ২০০-র বেশি মানুষ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
X
Fresh