• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইসিইউ থেকে ওয়ার্ডে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০২০, ১০:২৭
আইসিইউ থেকে ওয়ার্ডে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ফাইল ছবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাকে সাধারণ ওয়ার্ডে নেয়া হয় বলে ডাউনিং স্ট্রিটের বরাতে বিবিসি খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকের আইসিইউ থেকে ওয়ার্ডে নেয়া হয়। সেখানেই তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে সেন্ট টমাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরিস জনসন। এর মধ্যে গত ৬ এপ্রিল অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আইসিইউ থেকে বের করে আনার পর এক টুইট বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি লিখেছেন, খুব ভালো খবর। প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে। সুস্থ হয়ে ওঠো বরিস।

গত বছরের নভেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে পুরো বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছেন ৯৩ হাজারের বেশি। যদিও প্রায় সাড়ে ৩ লাখের মতো মানুষ সুস্থ হয়েছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh