• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আইসিইউতে করোনাভাইরাসে আক্রান্ত বরিস জনসনের দ্বিতীয় রাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১২:৩০
আইসিইউতে করোনাভাইরাসে আক্রান্ত বরিস জনসনের দ্বিতীয় রাত
বরিস জনসন। ফাইল ছবি

করোনাভাইরাসের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা দ্বিতীয় রাত কাটিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসির।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ‘নিবিড় পর্যবেক্ষণের’ জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জনসনের মুখপাত্র জানিয়েছেন, তার অবস্থা ‘স্থিতিশীল’ এবং তিনি ভালো রয়েছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বরিস জনসনকে ‘যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বলেছেন, তার ‘বিশ্বাস’ প্রধানমন্ত্রী এই অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবারের ব্রিফিংয়ে তিনি বলেন, কোনও রকম সহযোগিতা ছাড়াই তিনি নিশ্বাস নিচ্ছেন।

করোনাভাইরাসের উপসর্গ কমার লক্ষণ না দেখা দিলে রোববার ৫৫ বছর বয়স্ক প্রধানমন্ত্রীকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে তাকে অক্সিজেন দেয়া হয়। তারপর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

১১ দিন আগে বরিস জনসনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হবার পর থেকে ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে ছিলেন।

এদিকে বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় তার পরিবার ও গর্ভবতী বাগদত্তা কেরি সাইমন্ডসকে ইংল্যান্ডের রাণী দ্বিতীয় ইলিজাবেথ সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি জনসনের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

অন্যদিকে, প্রিন্স উইলিয়াম প্রধানমন্ত্রী জনসনের দ্রুত আরোগ্য কামনা করে একটি টুইট করেছেন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
ধ্রুব এষ আইসিইউতে
X
Fresh