• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতে তিনদিনে ছয়বার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১৪:৩৭
6 Earthquake Hits Chamba In Himachal in 3 Days
সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় রোববার রাতে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। মাঝারি মাত্রার ওই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও জানায় তারা। খবর এনডিটিভির।

সিমলা আবহাওয়া বিভাগের পরিচালক মনমোহন সিং বলেন, রাত ১১টা ৪৭ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। গত তিনদিনে চাম্বা জেলায় এই নিয়ে ছয়বার ভূমিকম্প আঘাত হানলো।

মনমোহন বলেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চাম্বার উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তিনি বলেন, আশপাশের এলাকাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়।

গত শুক্রবার চাম্বা জেলায় অন্তত পাঁচটি ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পের মাত্রা ৩ থেকে ৪.৩ এর মধ্যে ছিল। এসব ভূমিকম্প বিকেল ৫টা ১১ মিনিট থেকে রাত ৮টা ৪৩ মিনিটের মধ্যে আঘাত হানে।

উল্লেখ্য, চাম্বা জেলাসহ হিমাচল প্রদেশের অধিকাংশ এলাকা ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
X
Fresh