• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘ট্রাম্প প্রতারক’

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'প্রতারক' বললেন ডেমোক্র্যাট দলের সিনেটর বার্নি স্যান্ডার্স। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারের সময় তিনি এ কথা বলেন।

স্যান্ডার্স বলেন, ‘মন্ত্রিসভায় কোটিপতি ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করে ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। ট্রাম্প মূলত ওয়াল স্ট্রিটের পক্ষে কাজ করছেন।

নির্বাচনী প্রচারণার সময় স্যান্ডার্স ব্যক্তিগতভাবে কর্পোরেট ব্যবসায়ী ও ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি বেছে নিয়েছিলেন।

স্যান্ডার্স বলেন, পরিস্থিতি দেখলে হাসি চেপে রাখার উপায় নেই যে, ডোনাল্ড ট্রাম্পের চারপাশে ওয়াল স্ট্রিটের লোকজনের ভিড়। অথচ ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ওয়াল স্ট্রিটের সেইসব লোকজনকে ট্রাম্প এখন মন্ত্রিসভায় নিয়োগ দিচ্ছেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh