logo
  • ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২০, ১৮ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     স্পেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৪৯ জন, মোট মৃত্যু ৮১৮৯ জন, আক্রান্ত ৯৪৪১৭ জন: এএফপি। সৌদিতে গত ২৪ ঘণ্টায় আরো ১১০ আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা ১৫৬৩ জন: সৌদি গেজেট। এই প্রথম কাতারে এক বাংলাদেশির মৃত্যু: কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন আক্রান্ত ২, মোট আক্রান্ত ৫১ জন, সুস্থ ৬ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬৫, আক্রান্ত ১৯৯৮৮, মোট মৃত্যু ৩০৪০, আক্রান্ত এক লাখ ৬৪২৭৪ জন, এর মধ্যে সবচেয়ে বেশি ২৭৯ জনের মৃত্যু হয়েছে নিউইয়র্ক সিটিতে। গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯১৩, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৫২৩১ জন, আক্রান্ত ৭৮৪৬, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে ১১ হাজার ৫৯১, তারপর স্পেনে ৭৭১৬, ফ্রান্স ৩১৮৬: জনস হপকিন্স ইউনিভার্সিটি।

করোনায় জিম্বাবুয়ের ৩০ বছর বয়সী সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৪ মার্চ ২০২০, ১৯:৩৩
30-year-old Zimbabwe broadcaster dies of coronavirus
সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জিম্বাবুয়ের ৩০ বছর বয়সী প্রখ্যাত এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জিম্বাবুয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। খবর সিএনএনের।

শনিবার দেশটিতে দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। জোরোরো মাকাম্বা নামের ওই সাংবাদিক আক্রান্ত দুজনের একজন ছিলেন।

ফ্লুর মতো লক্ষণ দেখা দেয়ার পর বৃহস্পতিবার রাজধানী হারেরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জিম্বাবুয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

নিউইয়র্কে থাকার সময় তিনি এই ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন এবং হারেরের একমাত্র আইসোলেশন ফ্যাসিলিটি উইলকিন্স হাসপাতালের আইসোলেশনে ছিলেন তিনি।

মাকাম্বার শৈশবকালের একজন বন্ধু সিএনএনকে বলেছেন, তিনি মাইস্থেনিয়া গ্রাভিস নামের বিরল এক রোগে ভুগছিলেন। গত বছর তার বুক থেকে একটি টিউমার অপসারণের জন্য মাকাম্বা অপারেশনও করিয়েছিলেন।

টিভি ব্যক্তিত্ব ও এক্সিকিউটিভ প্রোডিউসার ভিমবাই মুথিনহিরি বলেন, মাকাম্বা আমার ভাইয়ের মতো ছিল এবং তাদের পরিবার খুব ঘনিষ্ঠ ছিল।

তিনি বলেন, আমরা প্রায়ই আলোচনায় বলতাম যে আফ্রিকার পরবর্তী প্রজন্ম আমাদের আশার আলো হবে। মাকাম্বা আমাদের ছোট ভাইয়ের মতো ছিল এবং একজন ভালো বন্ধু ছিল যে সবকিছুর মধ্যে আশা খুঁজে পেতো। এমন একজন মানুষ আর নেই সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫১ ১৯
বিশ্ব ৮২৩৭৪৯ ১৭৪১১৫ ৪০৭০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়