• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২৮

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিবাদে লন্ডনের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট-এর সামনে গিয়ে জড়ো হন।

প্রতিবাদ মিছিলটি আয়োজকদের মধ্যে রয়েছে স্টপ দ্য ওয়ার কোয়ালিশন, মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন। বিক্ষোভ মিছিলটি লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে থেকে শুরু হয়ে ডাউনিং স্ট্রিট আসে। মিছিলকারীদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘নো টু ট্রাম্প, নো টু ওয়ার’। এছাড়া ট্রাম্পের ছবিতে ক্যাপশন হিসেবে লেখা রয়েছে, ‘বিকারগ্রস্ত আমেরিকান’।

মিছিলের পূর্বে এক সংবাদ সম্মেলনে পূর্ব লন্ডন মসজিদের নির্বাহী পরিচালক দিলোওয়ার খান বলেন, আমরা সমতায় বিশ্বাস করি। আমি মনে করি ট্রাম্প যা করছেন তা আমাদের সমাজের পুরো কাঠামো ধ্বংস করে দিচ্ছে।

লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের আরো ১২টি শহরে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রাইটন, বার্মিংহাম ও শেফিল্ড।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh