• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মার্চ ২০২০, ০৮:৪৬
সৌদি আরবে কারফিউ জারি

সৌদি আরবের বাদশাহ সালমান রোববার এক ঘোষণায় দেশটিতে ২১ দিনের কারফিউ জারি করেছেন। আজ সোমবার থেকে এই কারফিউ কার্যকর হবে।

দেশটিতে করোনাভাইরাসের বিস্তার রোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে। এই কারফিউ রাত ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার দেশটিতে নতুন করে ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে সবমিলিয়ে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১১ জনে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এই কারফিউ জারি করলেন বাদশাহ সালমান।

সৌদি বাদশাহ‌‌'র ঘোষণা অনুযায়ী, দেশটির নাগরিক ও আবাসিক বাসিন্দাদের কারফিউয়ের সময় নিজেদের নিরাপত্তার জন্য ঘরে থাকতে বলা হয়েছে।

কারফিউ বাস্তবায়নে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে উল্লেখ করা হয় ওই ডিক্রিতে। এসময় বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, খাবারের দোকান, হাসপাতাল, গণমাধ্যম, মালামাল পরিবহন, ই-কমার্স ব্যবসা, পানি ও বিদ্যুৎসহ সেবা খাতগুলো কারফিউয়ের বাইরে থাকবে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন নিয়ম
যে কারণে মক্কায় প্রবেশে সৌদির বাসিন্দাদের অনুমতি লাগবে
তিন শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি
সস্ত্রীক ওমরাহ করতে গেলেন ফখরুল
X
Fresh