• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মার্চ ২০২০, ০৯:১৫
করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৩ হাজার
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রায় ১৩ হাজার মানুষের। সংক্রমিত মানুষের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ৯১ হাজারের বেশি মানুষ।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শনিবার এক সংবাদ সম্মেলনে মার্কিনিদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের পর এবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শরীরে করোনাভাইরাস আছে কিনা সেটি পরীক্ষা করা হবে। দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় ২০ হাজারে।

এদিকে, করোনার প্রকোপ বিবেচনায় অস্ট্রেলিয়ায় লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এমন আভাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

এখন পর্যন্ত ইরানে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্পেনে ১৪শ’ মানুষ মারা গেছে। আর ফ্রান্সের মৃত্যুর সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে।

ভারতে কলকাতার উত্তরাঞ্চলের একটি কারাগারে করোনাভাইরাস আতঙ্কে বন্দি ও পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক বন্দি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এমএ/এসএস

মন্তব্য করুন

  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত
করোনায় আরও একজনের মৃত্যু