• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে করোনায় আক্রান্ত ১৭০, জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০২০, ১২:১৪
নরেন্দ্র মোদি
ছবি সংগৃহীত

ভারতে বুধবার দশটি রাজ্যে ২৮ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। একদিনে দেশে নতুন করে ২৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে কেন্দ্র। সবমিলিয়ে বুধবার রাত পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭০। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসেবে আক্রান্ত ১৫১ জন।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দেশের সব আধা সামরিক বাহিনীকে যুদ্ধকালীন প্রস্তুতি নিতে বলেছে। এমন পরিস্থিতিতে ভারতে বৃহস্পতিবার করোনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে ভারতের একদল বিশেষজ্ঞ বলছে, চীন-ইতালি-ইরানের পর পরবর্তী করোনা হটস্পট ভারত। মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রির্সাচ (আইসিএমআর) জানিয়েছে, প্রায় ১৩০ কোটির দেশে একবার করোনা গ্রাস করতে শুরু করলে খুব সমস্যায় পড়তে হবে।

তাই বিশেষজ্ঞদের মতে, যেকোনো সমাবেশ থেকে দূরে থাকুন। যতটা সম্ভব বাড়িতে সময় কাটান। বারবার হাত-মুখ ধুয়ে পরিষ্কার রাখুন নিজেকে। আপনার একটা ভুল কেড়ে নিতে পারে হাজার হাজার মানুষের প্রাণ।

আইসিএমআর সাবেক প্রধান ডা. টি ইয়াকোব জন বলেছেন, আপাতত ১৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। সতর্ক না হলে সংখ্যাটাই ১৫ এপ্রিলের মধ্যে ১৫০০ হবে। এখন একজন করোনা রোগীও ধ্বংসের কারণ হতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, এখন মানুষজনের পরীক্ষা করা দরকার। সেভাবেই তৈরি থাকতে হবে ভারতকে। তাতে আইসিএমআর জানাচ্ছে, দিনে গড়ে আট হাজার মানুষের পরীক্ষার নমুনা দেখার ব্যবস্থা রয়েছে দেশটিতে। যা ভারতের মতো দেশে নগণ্য।

অন্যদিকে ভারতে এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত সেখানে ৪২ জন কভিড-19 এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ জানিয়েছেন, এখন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রেই মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত। তৃতীয় পর্যায়ে পৌঁছালে কী হবে, সে নিয়ে মন্ত্রণালয় চিন্তায় রয়েছে।

যদিও দেশটির ভাইরোলজিস্টরা বলছেন, ভারতের মতো অতি-ঘনবসতিপূর্ণ দেশে তৃতীয় পর্যায় নাকি আসবেই না। সরাসরি চতুর্থ পর্যায়ে ঢুকে পড়বে ভারত।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh