logo
  • ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ২০ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৩ হাজার ১৯৫ জন।গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯৫০, মোট ১০ হাজার, নতুন আক্রান্ত ৮ হাজারের বেশি: বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে আক্রান্ত ২ হাজার ছুঁই ছুঁই, একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১, মোট মৃত্যু: এনডিটিভি। বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু, এই মৃত্যুর অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন: আইইডিসিআর। যুক্তরাজ্যে ১ দিনে শুধু বুধবার ৫৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৪৩২৪, মোট মৃতের সংখ্যা ২৩৫২, মোট আক্রান্ত ২৯৪৭৪ জন: এএফপি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি।

করোনায় বিশ্বব্যাপী ১৭৭৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২২ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:০১
Corona kills 1775 worldwide
ছবি সংগৃহীত
করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল চীনে করোনাভাইরাসে আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৭৫ জনে।

হুবেইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সেখানে আরও ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া পার্শ্ববর্তী হেনান প্রদেশে তিনজন এবং গুয়াংডং প্রদেশে দুইজন মারা গেছে।

এদিকে চীনে নতুন করে আরও ২ হাজার ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটির করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেলো।

অন্যদিকে বাংলাদেশে এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে সিঙ্গাপুরে অন্তত পাঁচজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ৪ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামা বন্দরে পৌঁছার পর থেকেই কোয়ারেন্টাইনে থাকা ব্রিটিশ প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে তিন শতাধিক যাত্রীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ‘কোভিড-১৯’ নামে পরিচিত এই ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৫টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এ/পি

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ১০১১৪৯০ ২১০১৮৬ ৫২৮৬৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়