• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাসে আক্রান্ত তাইওয়ানে প্রথম মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩
করোনাভাইরাসে তাইওয়ানে প্রথম মৃত্যু
ফাইল ছবি

এবার করোনাভাইরাসের সংক্রমণে চীনের প্রতিবেশী তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে। তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ফিলিপাইন, হংকং, জাপান ও ফ্রান্সের পর এই প্রথম তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল।

স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং রোববার বলেন, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন।

এদিকে বিবিসি জানিয়েছে, আজ রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬৫ জনে। আর আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি মানুষ। চীনের বাইরে প্রায় ৩০টি দেশে পাঁচ শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ওই এলাকা থেকে নিজের নাগরিকদের ফিরিয়ে আনা অব্যাহত রেখেছে বিভিন্ন দেশ। আজ ভারত তাদের প্রায় ৪০০ নাগরিককে ফিরিয়ে নিয়েছে। ওই ব্যক্তিদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। এ ছাড়া উহান থেকে ১৭৫ নাগরিককে ফিরিয়েছে নেপাল। এই নাগরিকদের অধিকাংশই ছাত্র।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
আমাদের স্বাস্থ্য খাতে ভালো কাজ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
X
Fresh