• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

'মুজিববর্ষ' উপলক্ষে সুদানে বাংলাদেশ আর্মড পুলিশের বৃক্ষরোপণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষে সুদানের দারফুর এলফেশার শহরে আলনুস বয়েজ স্কুলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ আর্মড পুলিশ ইউনিট বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কর্মসূচির উদ্বোধন করেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ কমিশনার ড. সুলতান আজম তিমুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন- এলফেশার শহরের ডেপুটি পুলিশ কমিশনার কর্নেল আমিন ইব্রাহিম আব্দুস সাদেকসহ দারফুর মিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার ড. সুলতান আজম তিমুরী বৈশ্বিক উষ্ণতা রোধে এবং মরুকরণ রোধে বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার বক্তব্যে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে ধন্যবাদ জানান।

এর পাশাপাশি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ বাংলাদেশসহ বিশ্বব্যাপী উদযাপিত হবে। বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন দেশে ৯২টি বাংলাদেশের দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করা হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh