logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪ ফাল্গুন ১৪২৬

মুসলিম তরুণকে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২১
bill gatess daughter jennifer announced her engagement with nayel nassar
ছবি সংগৃহীত
বিয়ে করতে চলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস। বিশ্বের কোটি কোটি তরুণের স্বপ্নের নারীর হাতজোড়া মিলছে মিশরীয় ঘোড়দৌড়বিদ নায়েল নাসেরের সঙ্গে।

গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ২৩ বছর বয়সী জেনিফারই নিজের বিয়ের খবর জানান। পোস্টে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটালো নায়েল নাসের।

একটি বরফে ঢাকা জায়গায় কাছাকাছি বসা দুই জনের ছবি দিয়ে ওই পোস্টে জেনিফার বলেন, তুমি অনন্য। এই সপ্তাহান্তে তুমি আমায় একেবারে অবাক করে এমন জায়গায় নিয়েছো, যা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমরা শিখতে, বাড়তে, হাসতে এবং ভালোবাসতে কাটিয়ে দেবো আমাদের জীবন। লেখার পরে একটি আংটির ইমোজিও দেন জেনিফার।

মিশরে জন্ম নেয়া নাসেরের বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুইজনের পরিচয় হয়। দুই জনেরই ঘোড়দৌড়ের প্রতি ভালোবাসায় তারা নিজেরাও জড়িয়ে পড়েন ভালোবাসার বাঁধনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়