• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ১২:৫৫
7.7 magnitude earthquake hits the Caribbean islands
ছবি সংগৃহীত

দুটি বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জের জামাইকা উপকূল থেকে দূরে আঘাত হানা দুটি ভূমিকম্পের প্রথমটির মাত্রা ছিল ৭.৭। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের।

প্রথম ভূমিকম্পটি এতটাই জোরালো ছিল যে, সুদূর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে ভবন দুলে ওঠে এবং লোকজন সেগুলো থেকে বের হয়ে আসে। এর প্রায় দুই ঘণ্টা পর কেইম্যান আইল্যান্ডে কাছে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সেখানে গর্ত সৃষ্টি হয় এবং ক্ষয়ক্ষতি হয়।

৭.৭ মাত্রার ভূমিকম্পটি জামাইকার উত্তরপশ্চিমে এবং কিউবার দক্ষিণপূর্বে আঘাত হানে। এর পরপর কিউবা, জামাইকা এবং কেইম্যান আইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়।

জামাইকার এক ব্যক্তি দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন, ওই ভূমিকম্পটি খুব তীব্র মাত্রার ছিল। তার ভাষায়, এটা তার ‘জীবনে অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’ আরেকজন জানিয়েছেন, ওই কম্পনগুলো ‘অন্তত এক মিনিট’ স্থায়ী ছিল।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
X
Fresh