• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০১৭, ১৮:৩৯

রাশিয়ায় আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

শুক্রবার প্রথম বিশ্বনেতা হিসেবে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে উঠে আসে বাণিজ্য, ব্রেক্সিট, ন্যাটো, রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যু।

পরে সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন সংকট নিরসন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মস্কোয় আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ঠিক হবে না।

ট্রাম্প বলেন, সুসম্পর্ক গড়তে আগ্রহী হলেও রাশিয়ার ওপর থেকে এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ভূয়া।

এ সময় ন্যাটো সামরিক জোটের প্রতি পূর্ণ সমর্থন করেন ট্রাম্প ও মে দু’জনেই। একমত হন যুক্তরাষ্ট্র-ব্রিটেনের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি স্থাপনেও।

চলতি বছরের শেষ নাগাদ রাণী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে ব্রিটেনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh