• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের দরিদ্রতম পরিবারের তিন কন্যাশিশুর একটি শিক্ষাবঞ্চিত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জানুয়ারি ২০২০, ১৭:৪১
ইউনিসেফ, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম
জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলে

বিশ্বের সবচেয়ে গরিব পরিবারগুলোর প্রতি তিন কন্যাশিশুর একটি শিক্ষাবঞ্চিত। তারা কখনই বিদ্যালয়ে যায় না।

রোববার ইউনিসেফের প্রকাশ করা এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে জার্মানির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডয়চে ভেলে।

ইউনিসেফের এই প্রতিবেদন অনুসারে, দরিদ্রতা, লিঙ্গবৈষম্য, বিকলাঙ্গতা, ভাষা সমস্যা, বসতবাড়ি বিদ্যালয়ের দূরত্ব এবং নিম্নমানের অবকাঠামোসহ বেশকিছু কারণ তাদের স্কুলে না যাওয়ার জন্য দায়ী।

আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে সমবেত হবেন বিশ্বনেতারা।

এই ফোরামকে সামনে রেখে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে ‘শিক্ষা সংকট সমাধান’ শিরোনামের এই প্রতিবেদন প্রকাশ করল ইউনিসেফ।

এতে বলা হয়, বৈশ্বিক শিক্ষা সংকটের মূল কারণগুলোর একটি হলো সবচেয়ে গরিব পরিবারগুলো শিশুর কখনই বিদ্যালয়ে না যাওয়া।

ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েত্তা ফোর জানান, বিশ্বের বেশির ভাগ রাষ্ট্র সবচেয়ে গরিব পরিবারগুলো শিশুকে বিদ্যালয়ের আঙিনায় নিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার ব্যয় শুধু ধনী পরিবারগুলোর নাগালে থাকবে, ততক্ষণ পর্যন্ত সবচেয়ে গরিব পরিবারগুলোর শিশুরা আজকের দুনিয়ার অত্যাধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হবে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি বিদ্যমান থাকলে এসব শিশু দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা অর্জন করতে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে না।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারিনার নতুন অধ্যায় শুরু, কাঁধে এবার বড় দায়িত্ব
ইউনিসেফের শুভেচ্ছা দূতের দায়িত্বে কারিনা কাপুর
তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ
দেশে ৯৬ লাখেরও বেশি শিশুর রক্তে অতিরিক্ত মাত্রায় সিসা
X
Fresh