• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল নেভাল ভারী বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জানুয়ারি ২০২০, ১৮:৫০
অস্ট্রেলিয়া, দাবানল
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) এবং কুইন্সল্যান্ডের ভয়াবহ দাবানল নেভাল ভারী বৃষ্টি। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।

ভারী বৃষ্টির কারণে কুইন্সল্যান্ডের বেশির ভাগ রাস্তা বন্ধ এবং এনএসডব্লিউ-এর বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

কুইন্সল্যান্ডে ভারী বৃষ্টিপাতের কারণে আবাসিক এলাকাগুলো পানিতে ডুবে গেছে। তবে রাজ্যটি থেকে এখন হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

এনএসডব্লিউ-তে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে বেশকিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

ভিক্টোরিয়ার মধ্য ও পূর্বাঞ্চলে এখন বৃষ্টির তীব্রতা কমলেও সপ্তাহের শেষে তীব্র ঝড়বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে দমকল কর্মকর্তারা জানিয়েছেন, এই বৃষ্টি গত সেপ্টেম্বর থেকে ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করা দাবানল মোকাবেলায় সহায়ক হয়েছে।

এই দাবানলের কারণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন এবং কয়েক হাজার বসতবাড়ি এবং কয়েক লাখ একর এলাকা পুড়ে ছাই হয়েছে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
ধনী শহর হয়েও দুবাই কেন পানিতে তলিয়ে গেল
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
পাকিস্তানে ভারী বৃষ্টি-বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু
X
Fresh