• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চীনের অর্থনীতিতে তিন দশকের মধ্যে সবচেয়ে ধীরগতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জানুয়ারি ২০২০, ১৭:৩৮
চীন, যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

চীনের অর্থনীতিতে গত তিন দশকের মধ্যে সবচেয়ে ধীরগতি দেখা গেছে ২০১৯ সালে। খবর যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসির।

সরকারি হিসাব অনুসারে, গত বছর দেশটির প্রবৃদ্ধি বেড়েছে ছয় দশমিক এক শতাংশ হারে, যা গত ২৯ বছরের ইতিহাসে সবচেয় কম।

কম দেশীয় চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে।

চীনা সরকার গত দুই বছর দেশটির প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করে কিন্তু এগুলো খুব একটা কার্যকর হয়নি।

অবশ্য চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে চীন। তবে এর ধারাবাহিকতা নিয়ে আশঙ্কায় আছেন বিশ্লেষকরা।

এজন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। দেশটির ব্যাংকগুলো অবশ্য ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে ঋণ নিতে উৎসাহিত করছে।

চীনের প্রবৃদ্ধি তিন দশকে সবচেয়ে ধীরগতির হলেও শীর্ষস্থানীয় অর্থনীতির দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে দেশটির অর্থনীতি। অন্যদিকে এই বছর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই দশমিক দুই শতাংশ হারে বাড়বে বলে মনে করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh