• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতের উত্তর প্রদেশে নাগরিকত্ব আইন প্রয়োগ শুরু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জানুয়ারি ২০২০, ১৯:০১
উত্তর প্রদেশ, নাগরিকত্ব আইন
ভারতের গণমাধ্যম দ্য হিন্দু

ভারতের উত্তর প্রদেশে সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৯ প্রয়োগ করা শুরু হয়েছে। খবর বিবিসি বাংলার।

উত্তর প্রদেশ সরকারের মুখপাত্র ও মন্ত্রী শ্রীকান্ত শর্মা জানান, রাজ্যের ৮০টি জেলার মধ্যে ২১টি জেলা থেকে ৩২ হাজার অবৈধ অভিবাসী শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, চলতি মাসের শুরু থেকেই উত্তর প্রদেশে সিএএ কার্যকর করা হয়েছে। এর আওতায় অবৈধ অভিবাসীদের শনাক্ত করা হচ্ছে। প্রক্রিয়াটি মাত্র শুরু হয়েছে। ভবিষ্যতে এই বিষয়ে আরও জানানো হবে।

ভারতের লোকসভায় ২০১৯ গত ৯ ডিসেম্বর এবং রাজ্যসভায় ১১ ডিসেম্বর সিএএ পাস হয়। এরপর দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ১২ ডিসেম্বর বিলটিতে সই করলে এটি আইনে পরিণত হয়।

এই আইন অনুযায়ী, ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে যাওয়া অমুসলিম সংখ্যালঘুরা অবৈধ অনুপ্রবেশকারী নয়।

এসব দেশে থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টানদের কাছে বৈধ কাগজপত্র না থাকলেও তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে এই আইনের অধীনে।

ভারতে আইনটি পাস হওয়ার পরপরই দেশব্যাপী এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। এতে একাধিক মানুষ হতাহত হয় বলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধের হুঁশিয়ারি মেটার
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
X
Fresh