• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

২১ সৌদি ক্যাডেটকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জানুয়ারি ২০২০, ১২:৩৪
মার্কিন অ্যাটর্নি জেনারেল বিল বার
সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল বিল বার

মার্কিন বিচার বিভাগ সোমবার জানিয়েছে, তারা ২১ জন সৌদি সামরিক প্রশিক্ষণ প্রার্থীকে ফেরত পাঠাবে। গত মাসে একটি ‘জিহাদি’ হামলায় তিনজন মার্কিন নৌসেনাকে হত্যা করে একজন সৌদি ক্যাডেট। এরপরই মার্কিন সরকার এমন সিদ্ধান্ত নিলো।

মার্কিন অ্যাটর্নি জেনারেল বিল বার বলেছেন, গত ৬ ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলায় মার্কিন নৌ বিমান স্টেশনে র‌য়্যাল সৌদি এয়ার ফোর্সের সেকেন্ড লে. মোহাম্মদ সাইদ আলশামরানি যে গুলি চালিয়েছেন, তা একটি ‘সন্ত্রাসী কাজ’।

তিনি বলেন, ওই হামলাকারী জিহাদি আদর্শ নিয়ে হামলা চালিয়েছেন বলে আমরা প্রমাণ পেয়েছি। তবে ওই হামলার পেছনে আলশামরানির সঙ্গে আর কেউ সম্পৃক্ত ছিলেন না বলেও জানান বার।

এদিকে আলশামরানির দুটি ফোন আনলক করতে অসমর্থ হন এফবিআই। তাই কোন গ্রুপের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল তা জানতে পারেনি এফবিআই।

বার বলেন, আমরা হামলাকারীর দুটি আইফোন আনলক করতে অ্যাপলের কাছে সহায়তা চেয়েছি। এখন পর্যন্ত অ্যাপল আমাদের উল্লেখযোগ্য কোনও সহায়তা করেনি।

অন্যদিকে ২১ সৌদি ক্যাডেটকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বার বলেন, তদন্তের পর তাদের অনেকের কাছেই জিহাদি সামগ্রী ও শিশু পর্নের জিনিসপত্র পাওয়া গেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তি ৫ দিনের রিমান্ডে
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান, শতাধিক গ্রেপ্তার  
ইসরায়েল বিরোধী বিক্ষোভ: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গ্রেপ্তার অভিযান
পহেলা মে যেভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস হলো
X
Fresh