• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জানুয়ারি ২০২০, ১০:৪৫
যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড়ে প্রাণ গেছে আট জনের। ঝড়ে বাতাস ও ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে। প্রাণহানি হয়েছে আলাবামা, লুইজিয়ানা ও টেক্সাস রাজ্যে। ঝড়ে এ পর্যন্ত বিদ্যুতহীন আছে লাখো মানুষ। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে।

শনিবার বেশ কয়েকটি টর্নেডো সতর্কতা রয়েছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আলাবামা রাজ্যটি।

এদিকে, শিকাগোর দুটি প্রধান বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া মিসৌরি, ওকলাহোমা ও আরকানসাসে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যদিও আগেই নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

ঝড়ে দেশটির মধ্য পশ্চিমাঞ্চলে বরফ ও তুষারের উপস্থিতি থাকবে বলে আবহাওয়া সতর্কতায় জানানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh