• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ায় সাইকেল আরোহীকে থামিয়ে পানি পান তৃষ্ণার্ত কোয়ালার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:১৩
koala stops cyclist to drink water from her bottle amid bushfires in australia
ছবি সংগৃহীত

দাবানলের গ্রাসে পুড়ছে অস্ট্রেলিয়ার জঙ্গল। এর প্রভাবে সবচেয়ে বিপন্ন অবস্থায় সেখানকার অধিবাসীরা। আগুনে পুড়েছে গাছ। ফলে থাকার জায়গা হারিয়ে পথে বসেছে কোয়ালারা। আগুনের গরম হাওয়া আর অস্ট্রেলিয়ার গ্রীষ্মের তাপপ্রবাহে তাদের অবস্থা বেশ সঙ্গীন।

বিধ্বংসী দাবানলে ঘরছাড়া ও অসহায় কোয়ালার ছবি ভাইরাল হয়েছে আগে। সম্প্রতি আর একটি ঘটনা সবার মন নাড়িয়ে দিয়েছে। তৃষ্ণার্ত এক কোয়ালা থাকতে না পেরে, সাহস নিয়েই একদল সাইকেলআরোহীদের পথ আটকায়। সে দূর থেকেই দেখেছে তাদের সাইকেলে রয়েছে পানির বোতল।

এক আরোহীর সাইকেলের ওপর চড়াও হয়ে পানির দাবি করে ছোট্ট, নরম তুলতুলে নিরীহ কোয়ালাটি। আরোহীরাও থেমে যান তার কীর্তি দেখে। ছোট্ট অবলার মনের কথা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বোতল থেকে পানি খাইয়ে দেন এক সাইকেল আরোহী। তার হাতটি ধরে বোতল থেকে নিমেষে পানি শেষ করে তৃষ্ণার্ত কোয়ালাটি। পরম যত্নে, আদরে কোয়ালার মাথায় হাত বুলিয়ে দেন সহৃদয় আরোহী।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
X
Fresh