• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভিন্ন ধরনের পোশাক পরে ক্লাসে হাজির স্প্যানিশ শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ডিসেম্বর ২০১৯, ১৩:১৬
spanish school teacher wears anatomy bodysuits in class for better explanation
ছবি সংগৃহীত

বইয়ের বাইরে বেরিয়ে বিজ্ঞান বিষয়ক সব কিছু যদি হাতে কলমে করা যায়, তাহলে তা শিশু মনে আগ্রহের সৃষ্টি করে। ছোটদের শারীরবিদ্যার ক্লাস নিতে গিয়ে স্পেনের এক শিক্ষিকা যা করছেন তা দেখে মুগ্ধ নেটিজেনরা প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন তাকে।

প্রায় ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন স্পেনের ভেরোনিকা ডোকিউ। বর্তমানে তিনি প্রাইমারির বাচ্চাদের বিজ্ঞান, ইংরাজি, স্প্যানিশ ও সমাজবিদ্যা পড়ান। সম্প্রতি স্কুলে মানব শরীরবিদ্যার ক্লাস ছিল তার। সেই ক্লাস নিতে গিয়ে তিনি পরেছিলেন বিশেষ ধরনের এক পোশাক।

সেই পোশাকের মাধ্যমেই ফুটে উঠছে অন্ত্র, পাকস্থলি, ফুসফুস, হৃৎপিন্ড ছাড়াও দেহের বিভিন্ন পেশীতন্ত্র। এই পোশাক সহজেই বুঝিয়ে দিচ্ছে আমাদের দেহের কোথায় কী অঙ্গ কেমন ভাবে রয়েছে।

ভেরোনিকার এই বিশেষ সাজের ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন তার স্বামী মাইকেল। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আজ ছাত্রদের মানব শরীর ব্যাখ্যা করছিল ভেরোনিকা। তাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি খুব গর্বিত।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh